New Update
/anm-bengali/media/post_banners/2pDztPpnuO5vIw90Hir2.jpg)
​
নিজস্ব সংবাদদাতাঃ চার্চে মর্মান্তিক ঘটনা। মিশরের গ্রেটার কায়রোর গিজার একটি গির্জায় আগুনে পুড়ে বহু মৃত্যু। রবিবার সকালে জড়ো হওয়া কয়েক ডজন উপাসককে আগুনে পুড়ে মারা গিয়েছেন বলে মনে করা হচ্ছে। ঘটনায় কমপক্ষে ১৮ জন শিশুর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। এই ঘটনায় ৪১ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন বলে ইতিপূর্বে জানা গিয়েছিল।
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us