New Update
/anm-bengali/media/post_banners/OKY5I8axxL42sWy1hpus.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ৭৫ তম স্বাধীনতা দিবসে দেশ জুড়ে যখন উৎসব চলছে তখন বিজেপি ও টিআরএস নেতাদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো তেলেঙ্গনা।
তেলেঙ্গনার জনগাঁওতে রাজ্য বিজেপি প্রধান বন্দি সঞ্জয় কুমারের 'প্রজা সংগ্রাম যাত্রা'র সময় বিজেপি ও তেলেঙ্গনা রাষ্ট্র সমিতির কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে।
পরে পুলিশ পরিস্থিতির সামাল দেয়। অভিজোগ পেলে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us