New Update
/anm-bengali/media/post_banners/qXjkv5lWjJclZ0nQp7zD.jpg)
​
নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় ফুটবলে আশংকার মেঘ। সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থা এআইএফএফ- এর সভাপতি পদ এখনও শূন্য। ফিফার পক্ষ থেকে ফেডারেশনের উপর নিষধাজ্ঞা চাপানোর সম্ভাবনা রয়েই যাচ্ছে। এমন আবহে সতীর্থদের উদ্দেশ্যে সুনীল ছেত্রী বলেছেন, "আমি দলের ছেলেদের সঙ্গে কথা বলেছি। যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই তা নিয়ে বেশি ভাবতে বারণ করেছি। এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত মানুষেরা যথাসাধ্য চেষ্টা করছেন যাতে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায়।"
FOCUSED 👀
Sunil Chhetri always has his eyes on the W. Yes, even in training. 😉#WeAreBFCpic.twitter.com/qBBfyGFVBp— Bengaluru FC (@bengalurufc) August 14, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us