New Update
/anm-bengali/media/post_banners/3T2zJPMRjXlFsymF48RW.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ সোমবার ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। দেশ জুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উৎসব। এই উপলক্ষে এবার সাদা-কালো থেকে রঙিন ভারতের ঐতিহ্যকে তুলে ধরে স্বাধীনতার শুভেচ্ছা জানালেন রাহুল গান্ধী।
তিনি বলেন, ""ভারত, আমাদের অতি প্রিয় মাতৃভূমি প্রাচীন, চিরন্তন এবং নিত্যনতুন, আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করি এবং আমরা নতুন করে তার সেবায় আবদ্ধ হই। শুভ স্বাধীনতা দিবস! জয় হিন্দ"।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us