সুকান্ত মজুমদার স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন দেশবাসীকে

author-image
Harmeet
New Update
সুকান্ত মজুমদার স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন দেশবাসীকে


নিজস্ব সংবাদদাতাঃ আজ সোমবার ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। দেশ জুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উৎসব। এই উপলক্ষে এবার দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিজেপির 

রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি ট্যুইটে বলেন, "ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা,- সকলকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং স্বাধীনতা সংগ্রামে লিপ্ত প্রত্যেক মনীষীদের চরণ কমলে জানাই শতকোটি প্রণাম"।
BJP's Sukanta Majumdar, Priyanka Tibrewal booked over stir near Didi's  residence | Kolkata - Hindustan Times