স্বাধীনতা দিবস উদযাপন, মণিপুরে নিহত জওয়ানদের পরিবারের হাতে চাকরি পত্র ও অর্থ সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী

author-image
Harmeet
New Update
স্বাধীনতা দিবস উদযাপন, মণিপুরে নিহত জওয়ানদের পরিবারের হাতে চাকরি পত্র ও অর্থ সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী



নিজস্ব সংবাদদাতাঃ আজ সোমবার ১৫ আগস্ট ভারতের  স্বাধীনতা দিবস। দেশ জুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উৎসব। ২ বছর পর কলকাতার রেড রোডে ফের জাঁকজমক ভাবে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। 


ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পতাকা উত্তোলন করেছেন। তারপর তিনি মণিপুরের নোনিতে প্রাকৃতিক দুর্যোগের ফলে নিহত বাংলার জওয়ানদের পরিবারের হাতে চাকরি পত্র ও অর্থ সাহায্য তুলে দিলেন।

In pics: West Bengal CM Mamata Banerjee hoists flag at Red Road in Kolkata  on 75th Independence Day | Hindustan Times