রেড রোডে শুরু হল স্বাধীনতা দিবস উদযাপন

author-image
Harmeet
New Update
রেড রোডে শুরু হল স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব সংবাদদাতাঃ আজ সোমবার ১৫ আগস্ট ভারতের  স্বাধীনতা দিবস। 


দেশ জুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উৎসব। এবার কলকাতার রেড রোডে শুরু হল স্বাধীনতা দিবস উদযাপন। মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যেই গার্ড অফ অনার দেওয়া হয়েছে। 

independence-day-15-august - Coronavirus outbreak: Independence Day salute  to Covid fighters - Telegraph India


তারপর তিনি জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবসের রেড রোডের উদযাপন শুরু করেন।