ভ্রষ্টাচারের বিরুদ্ধে সোচ্চার হলেন নরেন্দ্র মোদী

author-image
Harmeet
New Update
ভ্রষ্টাচারের বিরুদ্ধে সোচ্চার হলেন নরেন্দ্র মোদী


নিজস্ব সংবাদদাতাঃ আজ সোমবার ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। দেশ জুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উৎসব। ইতিমধ্যেই জাতীয় পতাকা উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 


তারপরেই দেশের প্রতি নিজের ভাষণে তিনি ভ্রষ্টাচারের বিষয়ে সোচ্চার হলেন। দেশের নেতা, মন্ত্রীদের বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার নিয়ে সোচ্চার হলেন তিনি। 

Independence Day 2022 PM Narendra Modi Lal Qila Speech 10 Important Things  | Independence Day Celebrations: 'We don't need to look like the British' -  ARFIUS.com

এছাড়াও ভ্রষ্টাচার থেকে মুক্তির জন্য দেশবাসীর সাহায্য চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


pm narendra modi live speech from lal qila on 15 August | GST, 370, कोरोना,  ओलंपिक, किसान समेत तमाम मुद्दों पर पीएम मोदी ने कही यह बड़ी बातें | Hindi  News, Zee Salaam ख़बरें