‘অনেকে বলছে সেটিং করতে দিল্লি গেছি’, মোদির সঙ্গে বৈঠক নিয়ে বিরোধীদের জবাব মমতার

author-image
Harmeet
New Update
‘অনেকে বলছে সেটিং করতে দিল্লি গেছি’, মোদির সঙ্গে বৈঠক নিয়ে বিরোধীদের জবাব মমতার

নিজস্ব সংবাদদাতাঃ পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির দিনকয়েক পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর নিয়ে একযোগে আক্রমণ শানিয়েছিল বিরোধীরা। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন মমতা। সে সাক্ষাৎকে ‘সেটিং’য়ের আখ্যা দিয়েছিলেন সিপিএম-কংগ্রেস-বিজেপি নেতারা। এবার তা নিয়েই বিরোধীদের কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট জানিয়ে দিলেন, বকেয়া অর্থ না পেলে, একবার নয় হাজার বার দিল্লি যাবেন তিনি।


স্বাধীনতা দিবসের প্রাক্কালে রবিবার বেহালার ম্যান্টনে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মমতা। সেখানেই ‘সেটিং’ প্রসঙ্গে বিরোধীদের দিলেন জবাব। বলে দেন, “অনেকে বলছে আমি সেটিং করতে দিল্লি গেছি। কেন যাব না? আমার ১০০ দিনের কাজের শ্রমিকরা ৭ মাস টাকা পায় না। এদের জন্য আমায় যেতে হলে হাজার বার যাব।” এরপরই বিরোধীদের খোঁচা, “যারা সেটিং বলছে, তোমাদের কংগ্রেস, সিএম যখন গেল, তখন সেটিং না? সীতারাম গেলে হয় না? কংগ্রেসশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী গেলে সেটিং হয় না? বিজেপির কাছে ভিক্ষা চাইতে আমি যাই না। নীতি আয়োগের মিটিংয়ে যাব না?”