চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই তাইওয়ানে মার্কিন আইনপ্রণেতারা

author-image
Harmeet
New Update
চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই তাইওয়ানে মার্কিন আইনপ্রণেতারা

নিজস্ব সংবাদদাতাঃ চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রবিবার তাইওয়ানে পৌঁছেছেন মার্কিন আইনপ্রণেতাদের একটি দল। এনিয়ে দুই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের দুইটি প্রতিনিধি দল অঞ্চলটি সফর করলো। রবিবার তাইপেতে পৌঁছানো প্রতিনিধি দলের তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ​​ইং-ওয়েনের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। সাই ​​ইং-ওয়েনের দফতর জানিয়েছে, সোমবার সকালে মার্কিন প্রতিনিধি দলটি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের এই সফর তাইওয়ানের প্রতি মার্কিন কংগ্রেসের দৃঢ় সমর্থনের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছে তাইপে।



তাইওয়ানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ডি ফ্যাক্টো দূতাবাস জানিয়েছে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সফরের অংশ হিসেবেই মার্কিন আইনপ্রণেতাদের এই সফর। সফরে মার্কিন-তাইওয়ান সম্পর্ক এবং বৈশ্বিক সরবরাহ চেইনসহ বিভিন্ন বিষয় নিয়ে অঞ্চলটির নেতাদের সঙ্গে আলোচনা করবেন তারা।