নিজস্ব সংবাদদাতাঃ ফের সামান্য বাড়ল রাজ্যের করোনা সংক্রমণ। ঊর্ধ্বমুখী পজিটিভিটি রেটও। তবে কমেছে মৃত্যু। রবিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের করোনা পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৭৯ জন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১,০২,৪৮৭। একদিনে মৃত্যু হয়েছে দু’জনের। মৃত্যুহার ১.০২ শতাংশ। করোনায় রাজ্যে প্রাণ হারিয়েছেন মোট ২১ হাজার ৪২২।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৭৪ জন। সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ। করোনাকে হারিয়ে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন মোট ২০,৭৫,৩৭৮ জন। এই মুহূর্তে পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে ৪.৭৮ শতাংশ।