New Update
/anm-bengali/media/post_banners/FTSkJ6kCQRZOs1CxDuKY.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবটা সুখের ছিল না রস টেলরের। রাজস্থান রয়্যালস থেকে তিক্ত অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছিলেন। এখন সেই ঘটনার কথা শেয়ার করেছেন টেলর।
তিনি বলেছেন, "ম্যাচের পর টিম, সাপোর্ট স্টাফ ও ম্যানেজমেন্টের কর্তারা হোটেলের উপরে একটি বারে বসেছিলেন। শেন ওয়ার্নও ছিলেন। সেই সময় একজন কর্ণধার আমার কাছে এসে বলেন, আমি তোমাকে কোটি টাকা দিচ্ছি শূন্য রানে আউট হওয়ার জন্য নয়।" এরপরেই নাকি একাধিকবার চড় মারা হয়েছিল তারকা ক্রিকেটাররা। তবে সেটা মজা করেই বলে মনে করা হয়েছিল তখন।
'Rajasthan Royals owner slapped me 3-4 times': Former New Zealand batter Ross Taylor
Read @ANI Story | https://t.co/hEZwSog6Vb#RajasthanRoyals#RossTaylor#IPL#Cricketpic.twitter.com/07sXUyQC87— ANI Digital (@ani_digital) August 14, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us