স্বাধীনতা দিবসের প্রাক্কালে তেরঙ্গায় বদলে গেল জাগুয়ার, রইলো ভিডিও

author-image
Harmeet
New Update
স্বাধীনতা দিবসের প্রাক্কালে তেরঙ্গায় বদলে গেল জাগুয়ার, রইলো ভিডিও


নিজস্ব সংবাদদাতা : স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তেরঙ্গায় সেজেছে বিভিন্ন বিল্ডিং থেকে শুরু করে জলপ্রপাত, রেল স্টেশনগুলি। এবার রাজধানীর বুকে দেখা গেল তেরঙ্গা জাগুয়ার। অবিশ্বাস্য শুনতে লাগলেও বাস্তবে এমনই কাণ্ড ঘটিয়েছেন জাগুয়রের মালিক গুজরাটের বাসিন্দা সিদ্ধার্থ দোসী। 'হর ঘর তিরাঙ্গা' প্রচারাভিযানের অংশ হিসেবে সমাজ সচেতনায় ২ লক্ষ টাকা ব্যয়ে গেরুয়া,সাদা,সবুজে রাঙিয়ে তুলেছেন তার গাড়িটিকে। শুধু তাই নয়, তেরঙ্গা গাড়িটি নিয় সুরাত থেকে দিল্লিতেও পৌঁছিয়েছেন তিনি। 


সংসদ চত্বরে ঘুরছে গাড়িটি। গাড়ির জানলায় উড়ছে জাতীয় পতাকা। গাড়ির চালক তেরঙ্গা গাড়িটি নিয়ে অতিক্রম করেছেন ১৩০০ কিলোমিটার পথ। রাজধানীতে পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন সিদ্ধার্থ। হর ঘর তিরঙ্গা'র যে উদ্যোগ প্রধানমন্ত্রী কর্তৃক গৃহীত হয়েছে তাতে মুগ্ধ হয়েছেন জাগুয়ার মালিক। আর সেকারণই তিনি দেখা করতে ছান মোদী-শাহের সঙ্গে।