/anm-bengali/media/post_banners/Rjl9OQMXa3wHuDDiHivi.jpg)
সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: টোকিও অলিম্পিক জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। করোনার আতঙ্ক ভুলে টিভির পর্দায় চোখ থাকবে কোটি কোটি মানুষের। সেই উপলক্ষে শিলিগুড়িতে বাঘাযতীন পার্ক ময়দান এর সামনে টোকিও অলিম্পিক সেলফি জোনের সূচনা করলো শিলিগুড়ি পৌরনিগম। শুক্রবার এই সেলফি জোনের উদ্বোধন করেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব। এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যা রিচা ঘোষ। পাশাপাশি উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার, অলক চক্রবর্তী সহ অন্যান্যরা। টোকিও অলিম্পিকের জাতীয় দলে অংশগ্রহণ করছে চার বাঙালী খেলোয়াড়। সবমিলিয়ে অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতীয় দলকে শুভেচ্ছা জানাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন প্রশাসক বোর্ডের সদস্যরা। ভারতীয় দলের হয়ে অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়কে শুভেচ্ছা জানিয়েছেন খেলোয়াড় রিচা ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব বলেন, “শিলিগুড়ি খেলাধুলোর শহর। এবার ভারত খুব ভালো ফল করবে এই আশা রাখছি। করোনার মধ্যে সাময়িক খুশী দিতেই এই সেলফি জোনের উদ্বোধন করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us