রিফিউজি দলের সঙ্গে সাক্ষাৎ আইওসি সভাপতির

author-image
Harmeet
New Update
রিফিউজি দলের সঙ্গে সাক্ষাৎ আইওসি সভাপতির

​নিজস্ব সাংবাদদাতা ঃ  অলিম্পিকে অংশগ্রহণকারী রিফিউজি টিমের সঙ্গে দেখা করলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখ। টমাস বাখ বলেন, ‘রিফিউজি টিমের সঙ্গে দেখা করে বেশ ভালো লাগল। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে রিফিউজি টিমকে দেখেও বেশ ভালো লেগেছে । বিশ্বের দরবারে উদ্বাস্তুদের নিজেদের সেরাটা তুলে ধরার আদর্শ মঞ্চ এই অলিম্পিক।