ভারতের সঙ্গে সীমান্তের পরিস্থিতি স্থিতিশীল বলে জানালেন চিনা দূত

author-image
Harmeet
New Update
ভারতের সঙ্গে সীমান্তের পরিস্থিতি স্থিতিশীল বলে জানালেন  চিনা দূত

নিজসস সংবাদদাতাঃ এই মুহূর্তে ভারতের সঙ্গে সীমান্তের পরিস্থিতি স্থিতিশীল বলে উল্লেখ করলেন চিনা রাষ্ট্রদূত সান ওয়েইডং। তিনি আরও জানান, ভারতের  সঙ্গে স্বাক্ষরিত চুক্তি মেনেই সেখানে সব ধরনের কার্যকলাপ চালায় বেজিং।



পূর্ব লাদাখে এলএসি-এর  কাছে চীনা যুদ্ধ বিমানের উড্ডয়নের কিছু উদাহরণ সামনে আসার পর এই মন্তব্য করা হয়েছে বলেও জানা গিয়েছে। চিনা রাষ্ট্রদূত বলেন, চীন ভারতের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী সীমান্তে সব ধরনের কার্যক্রম পরিচালনা করে। আমার কাছে কোনও আন্দোলনের নির্দিষ্ট তথ্য নেই; এই মুহূর্তে সীমান্তের পরিস্থিতি স্থিতিশীল।