New Update
/anm-bengali/media/post_banners/4gR6YsPnvecS9fpOJxIA.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সাংবাদিক বৈঠক করলেন ফিরহাদ হাকিম। সেখান থেকে তিনি বলেছেন, "তদন্তে আমি ভয় পাচ্ছি না। সবারই তো সামাজিক সম্মান রয়েছে। সেই সামাজিক সম্মান নিয়ে টানাটানি করলে সবারই ভয় লাগে। জেলে থাকতে ভয় নেই।
বাংলার অনেক নেতাই জেলে ছিলেন। কিন্তু সামাজিক সম্মান যেভাবে রাস্তায় টেনে নামায়, যে ভাবে কিছু কিছু মিডিয়া ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে দেয়, সম্মানটা যাওয়ার ভয় সবার থাকে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us