New Update
/anm-bengali/media/post_banners/YuW9at7JjcJOnfXkR9XW.jpg)
সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: পূর্ত দপ্তরের রাস্তার উপর জমি দখল করার অভিযোগ উঠলো পুলিশ কর্মী সহ বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে। আলিপুরদুয়ারের 'রাস্তা বাঁচাও এবং সরকারি জমি বাঁচাও রক্ষা কমিটি নামে বিজেপির এই সংগঠনের তরফ থেকে এই অভিযোগ তোলা হয়। যদিও এই সম্পর্কে লিখিত ভাবে অভিযোগ দায়ের করা হয়নি এই সংগঠনের তরফ থেকে। শুক্রবার জেলা বিজেপি কার্যালয় অফিসে সাংবাদিক বৈঠক করে দেব কুমার শাহ বলেন, "আলিপুরদুয়ারের শহরতলি পার্ক রোডে একজন পুলিশ কর্মী সহ বেশ কিছু ব্যাক্তি সরকারের জমি দখল করে নিচ্ছে অথচ প্রশাসন নীরব। আমাদের এই অভিযোগে প্রশাসন যদি দৃষ্টিপাত না করে, আগামী দিনে আমারা বৃহত্তর আন্দলোনে নামবো।“
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us