New Update
/anm-bengali/media/post_banners/XvrAMW95jPnXlT3wS12Z.jpg)
​নিজস্ব সংবাদদাতাঃ গরুকে বাঁচাতে গিয়ে এক পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল ৪ জনের। জানা গিয়েছে, শনিবার মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় রাস্তার মাঝখানে বসে থাকা একটি গরুকে বাঁচাতে গিয়ে একটি এসইউভি দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারলে এক দম্পতিসহ চারজন নিহত এবং আরও একজন আহত হয়েছেন।
গড়চিরোলি জেলার ডিস্ক জকি (ডিজে) পঙ্কজ বাগদে (২৬) তার বন্ধু অনুপ তাদুলওয়ারের (৩৫) সাথে একটি এসইউভিতে করে কিছু ডিজে সরঞ্জাম কিনতে চন্দ্রপুরে গিয়েছিলেন। তাদুলওয়ারের স্ত্রী, ভগ্নিপতি এবং এক বন্ধুও তাদের সাথে ভ্রমণ করছিলেন বলে জানিয়েছেন সাওলি থানার সহকারী পরিদর্শক আশিস বোরকার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us