পার্থকে ব্যায়ামের পরমার্শ দিলেন এসএসকেএম-এর চিকিৎসকরা

author-image
Harmeet
New Update
পার্থকে ব্যায়ামের পরমার্শ দিলেন এসএসকেএম-এর চিকিৎসকরা


নিজস্ব সংবাদদাতাঃ শনিবার সকালে পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসার জন্য প্রেসিডেন্সি জেলে উপস্থিত হন এসএসকেএম-এর চিকিৎসকদের একটি দল। জানা যাচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়ের পিঠে ও পায়ে প্রচণ্ড ব্যাথা রয়েছে।

Tea-Biscuits for Breakfast, Books & A Cot: Partha Chatterjee's Journey from  Lavish Naktala Home to Jail Cell No.2

 সেই কারণে তাকে ব্যায়াম করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শোয়ার ধরনও পরিবর্তন করতে বলেছেন চিকিৎসকরা। এছাড়াও পার্থ চট্টোপাধ্যায়ের কিছু ওষুধের পরিবর্তন করা হয়েছে।