ইডি-সিবিআইয়ের নিরপেক্ষ তদন্তের দাবিতে পথে তৃণমূলের ছাত্র নেতারা

author-image
Harmeet
New Update
ইডি-সিবিআইয়ের নিরপেক্ষ তদন্তের দাবিতে পথে তৃণমূলের ছাত্র নেতারা

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল আর পথসভা হল ঝাড়গ্রাম জেলা জুড়ে। বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা এবং রাজনৈতিক স্বার্থে ইডি, সিবিআই কে ব্যবহার করা হচ্ছে, এই অভিযোগ তুলে, প্রতিবাদে শুক্রবার ঝাড়গ্রাম জেলার লালগড়, গোপীবল্লভপুর ও সাঁকরাইলের বিভিন্ন জায়গায় প্রতিবাদে ফেটে পড়ে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। এদিন ইডি এবং সিবিআইয়ের নিরপেক্ষ তদন্তের দাবিতে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি সুমিত দাসের নেতৃত্বে ছাত্র পরিষদের বিক্ষোভ কর্মসূচি হয়। সাঁকরাইল ব্লকের সাঁকরাইল এ.বি.এস মহাবিদ্যালয় প্রাঙ্গণে। 

এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সাঁকরাইল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুমিত দাস, ছাত্র নেতা সন্তু বারিক সহ আরো অনেকে। এছাড়াও গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দীপঙ্কর দের নেতৃত্বে সিবিআই এবং ইডির নিরপেক্ষ তদন্তের দাবিতে গোপীবল্লভপুর সুবর্ণরেখা মহাবিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। লালগড়েও হয় ছাত্র ছাত্রীদের প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা।