মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ছিনতাইয়ের ঘটনার কিনাড়া করলো পুলিশ

author-image
Harmeet
New Update
মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ছিনতাইয়ের ঘটনার কিনাড়া করলো পুলিশ

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : মাত্র কয়েক ঘন্টার মধ্যে ছিনতাইয়ের একটি ঘটনার সমাধান করল জয়পুর থানা।১২ আগস্ট সন্ধ্যায় জয়পুর থানায় একটি ছিনতাইয়ের ঘটনার অভিযোগ করেন কলকাতার জনৈক সুরজ গুপ্তা এই মর্মে যে, ১১ আগস্ট রাত ১২ টা নাগাদ যখন তিনি পুরুলিয়া থেকে কোতুলপুরের রামডিহাতে ফিরছিলেন সেই সময় কিছু দুষ্কৃতী জয়পুর থানার নাচুর মোরের কাছে তার গাড়িটিকে আটকায় এবং তারা ভোজালি দেখিয়ে পাঁচ লাখ টাকা ছিনতাই করে নেয়।

জয়পুর থানা অনতিবিলম্বে তদন্ত শুরু করে। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজন দুষ্কৃতিকে গ্রেফতার করে তাদের কাছ থেকে ছিনতাই হওয়া কিছু টাকা উদ্ধার করা হয়। দুজন দুষ্কৃতিকে ১৩ আগস্ট বিষ্ণুপুর আদালতে পাঠানো হবে। ঘটনায় জড়িত বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে এবং বাকি ছিনতাই হওয়া টাকা উদ্ধার করার জন্য অভিযান চলছে। তদন্তের অগ্রগতির স্বার্থে বাকি তথ্য পরে জানানো হবে।