New Update
/anm-bengali/media/post_banners/JF5txk48P53j7GoIALL9.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মাত্র ৭৩ বলে শতরান করেছেন চেতেশ্বর পুজারা। সাসেক্সের হয়ে এই কীর্তি গড়েছেন তিনি। ৩১১ রান তাড়া করতে নেমে ঝড়ের গতিতে তুলেছেন রান। সাতটি চার ও দু’টি ছয় হাঁকিয়েছেন তিনি। ৪৫তম ওভারে করেছিলেন ২২ রান। প্রতিপক্ষে ছিল ওয়ারউইকশায়ার। যদিও পুজারার মারকাটারি ব্যাটিং-এর পরেও জিততে পারেনি দল।
4 2 4 2 6 4
TWENTY-TWO off the 47th over from @cheteshwar1. 🔥 pic.twitter.com/jbBOKpgiTI— Sussex Cricket (@SussexCCC) August 12, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us