New Update
/anm-bengali/media/post_banners/XGOn2v8SF9pLSC71L068.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ প্রাক্তন ভারত অধিনায়ক এমএস ধোনি ২ বছরেরও বেশি সময় ধরে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ডিসপ্লে পিকচারটি পরিবর্তন করেননি। কিন্তু ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষ উপলক্ষে নিজের ডিপি পরিবর্তন করেছেন তিনি।
​
ভারতীয়রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনে সাড়া দিয়েছেন। ডিপিগুলিতে জায়গা পেয়েছে ভারতের জাতীয় পতাকা। ধোনিও মাতৃভূমির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য নিজের ডিপিতে দেশের পতাকার ছবি ব্যবহার করছেন।
MS Dhoni changes his Instagram DP for Independence Day. pic.twitter.com/Ucznok9OFg
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 12, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us