টোকিওর রাস্তায় নেমে অলিম্পিক শুরুর প্রতিবাদ জানাল জাপানবাসী

author-image
Harmeet
New Update
টোকিওর রাস্তায় নেমে অলিম্পিক শুরুর প্রতিবাদ জানাল জাপানবাসী

নিজস্ব সংবাদদাতাঃ টোকিওতে অলিম্পিক শুরু হতেই জাপানের রাস্তায় নেমে প্রতিবাদ দেখাতে শুরু করলেন জাপানবাসী। কোভিডে জর্জরিত জাপানে কেন অলিম্পিক অনুষ্ঠিত হচ্ছে, তা নিয়েই প্রতিবাদ দেখাচ্ছেন সেদেশের নাগরিকেরা। জাপানে বাড়তে থাকা কোভিড সংক্রমণের কারণে দর্শকশূন্য অবস্থাতেই সেদেশে একাধিক ইভেন্ট আয়োজিত হচ্ছে। কিন্তু তাও আজ জাপানের একাধিক ব্যস্ত রাস্তায় পোস্টার হাতে অলিম্পিকের বিরোধিতা করলেন জাপানবাসীর একাংশ। এক্ষেত্রে উল্লেখ্য, করোনা সংক্রমণের কারণে গত বছর টোকিও অলিম্পিকের আয়োজন পিছিয়ে এই বছর আয়োজন করা হয়েছে।