২০ টাকার জন্য ২২ বছরের আইনি লড়াই শেষে পেলেন সুবিচার

author-image
Harmeet
New Update
২০ টাকার জন্য ২২ বছরের আইনি লড়াই শেষে পেলেন সুবিচার

নিজস্ব সংবাদদাতাঃ সালটা ১৯৯৯, সরকারি ক্ষেত্রে আর্থিক প্রতারণার শিকার হয়েছিলেন। ট্রেনের টিকিট কাটতে গিয়ে রেলকর্মীর তোলাবাজির মুখে পড়েন আইনজীবী তুঙ্গনাথ চতুর্বেদী। ৭০ টাকা দিয়ে দুটি টিকিট কিনে তাঁকে দিতে হয়েছিল ৯০ টাকা। টাকার অঙ্ক কম হলেও এই অন্যায়ভাবে তোলা আদায় মানতে পারেননি মথুরার ওই আইনজীবী। আদালতে মামলা ঠুকে দিয়েছিলেন।



এর মধ্যে কেটে গেছে ২২ টা বছর। গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। কিন্তু আইনি লড়াই থেকে পিছে হটেননি তিনি। আর আজ তারই ফল মিলল। আদালত তুঙ্গনাথ চতুর্বেদীর পক্ষেই মামলার রায় দিয়েছে। সেদিনের সেই দুর্নীতি করে নেওয়া ২০ টাকার বদলে আজ ভারতীয় রেল তুঙ্গনাথবাবুকে দেবে ১৫ হাজার টাকা। এতদিনে সুবিচার পেয়ে, তিনি বলেন, "এটা ছিল অন্যায়ের বিরুদ্ধে আমার আইনি লড়াই।"