New Update
/anm-bengali/media/post_banners/dD2DTHdk6VzyyvLrClpv.jpg)
নিজস্ব প্রতিনিধি-৮৩ বছর বয়সে প্রয়াত হলেন জাতীয় পুরস্কার বিজয়ী কন্নড় গায়ক শিবমোগা সুব্বান্না।সুগামা সঙ্গীতা গায়ক ১১ই আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন।
প্রবীণ প্লেব্যাক গায়ক কাডু কুডুরে চলচ্চিত্রের কাডু কুডুরে ওডি বান্দিত্তা গানটির জন্য একটি জাতীয় পুরস্কার জিতেছিলেন।তিনিই প্রথম কন্নড় প্লেব্যাক গায়ক যিনি জাতীয় পুরস্কার পান।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us