New Update
/anm-bengali/media/post_banners/VvP7gfqyM5uUqkdIuviO.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ প্রতিটা মেয়ের কাছেই তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হল তার মা। জীবনের সকল ওঠাপড়ার সাক্ষী থাকে মা। আমির কন্যা ইরা খানের জীবনেও তার মা রিনা দত্তের ভূমিকা সেইরকমই। তাদের মা মেয়ের সম্পর্কের গভীরতা বুঝিয়ে ইরা সম্প্রতি ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করে জানিয়েছেন, নিজের বয়ঃসন্ধি কালে প্রবেশের সময় নানা শারীরিক পরিবর্তন লক্ষ্য করেছিলেন ইরা। সেই সময় তার মা তাকে একটি সেক্স এডুকেশনের বই উপহার দিয়েছিলেন। ​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us