/anm-bengali/media/post_banners/5geg3WBTeOHkV0eMYJZO.jpg)
দিগ্বিজয় মাহালী: পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর শাখায় ডিআরএম অফিসের বাইরে তিন ঘন্টা ধরে বিক্ষোভ দেখালেন জাতীয় বাংলা সম্মেলন হকার্স সংগঠনের সদস্যরা। তাদের দাবি, ৩ ও ৪ আগস্ট মেছেদা ও সাঁতরাগাছিতে আরপিফরা হকারদের ওপরে লাঠিচার্জ করে। যার ফলে প্রায় ২০ জন আহত হয়। তার মধ্যে কারও মাথা ফেটে যায় এবং কিছু জন এখনও হাসপাতালে ভর্তি আছে। হকার্সরা বলেন, "কেন এই ঘটনা ঘটলো তার উত্তর চাইতে আজ আমাদের তিনটি দাবি নিয়ে খড়গপুর ডিআরএম অফিসে আমরা এসেছি বিক্ষোভ দেখাতে। ডিপার্টমেন্টাল ইনকয়ারি করে যে অফিসাররা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের শাস্তি দিতে হবে।এটি অন্যায় কাজ হয়েছে। তার জন্য রেলকে লিখিত ভাবে ক্ষমা চাইতে হবে। এবং ৯ জনের তালিকা আমরা রেলকে জমা দিয়েছি। যাদের চিকিৎসা হয়েছিল। সেই ৯ জনকে আর্থিক ক্ষতিপূরণ রেলকে দিতে হবে। রেল কর্তৃপক্ষ যদি এসব দাবি না মানে, তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব"।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us