বুদগাম থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র

author-image
Harmeet
New Update
বুদগাম থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র


নিজস্ব সংবাদদাতা: সদ্য জম্মু ও কাশ্মীরের বুদগামে হত্যা করা হয়েছে এলইটি জঙ্গি গোষ্ঠীর ৩ সন্ত্রাসীকে। 

এবার সেই সন্ত্রাসীদের ডেরা থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র। উদ্ধার করা হয়েছে ২ টি একে সিরিজের রাইফেল, ২ টি পিস্তল সহ বেশকিছু গুলি। পুলিশ আরও তদন্ত চালিয়ে যাচ্ছে।