New Update
/anm-bengali/media/post_banners/QMQQ88MNuwhZJ3TXc258.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূল কংগ্রেসের দোর্দণ্ডপ্রতাপ নেতা এখন সিবিআইয়ের হেফাজতে। বৃহস্পতিবার সকালে বোলপুরের বাড়ি থেকে কেষ্টকে গ্রেফতার করে সিবিআই-এর আধিকারিকরা। ফের একবার কেষ্টর প্রসঙ্গ টেনে তৃণমূলকে এক হাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি এক ভিডিও বার্তায় বলেন, 'আগেই বলেছিলাম খাঁচা তৈরি হচ্ছে। খাঁচা তৈরি হলেই খাঁচার জিনিস খাঁচায় ঢুকে যাবে। বন্যরা বনে সুন্দর, তৃণমূলের নেতারা জেলে সুন্দর। কারণ তৃণমূলের তো সবাই চোর। এবার বোঝা যাবে কত বড় বীর পুরুষ তিনি। আগে তো অনেক কথাই শোনাতেন।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us