New Update
/anm-bengali/media/post_banners/b71Sc1tAgjzgMNXHuHrR.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ যতটা ভাবা হয়েছিল তার থেকেও দ্রুত আন্টার্কটিকার উপকূলীয় হিমবাহগুলি ক্ষয় পাচ্ছে।
গত ২৫ বছরে বিশ্বের বৃহত্তম বরফের স্তূপে তার ছাপ রয়েছে বলে মনে করা হচ্ছে। বুধবার একটি উপগ্রহ ছবি বিশ্লেষণে করে এমনটা দেখা গিয়েছে। লস এঞ্জেলেসের কাছে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির (জেপিএল) গবেষকদের নেতৃত্বে এবং নেচার জার্নালে প্রকাশি পেয়েছে গবেষণার অংশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us