অনুব্রতর গ্রেফতারিতে খুশি লকেট চ্যাটার্জী

author-image
Harmeet
New Update
অনুব্রতর গ্রেফতারিতে খুশি লকেট চ্যাটার্জী


নিজস্ব সংবাদদাতাঃ ৯ বার হাজিরা এড়ানোর পরেও হল না শেষ রক্ষা, এবার গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার বোলপুরের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে সিবিআই। এবার কেষ্টর গ্রেফতারি নিয়ে মুখ খুললেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জী। 




তিনি বলেন, 'খুব ভালো হয়েছে। এটা অনেক আগে হওয়া উচিত ছিল। যারা অত্যাচার করেছে, বাংলার মানুষের সঙ্গে সন্ত্রাস করেছে, গোরু পাচার করেছে, বালি পাচার করেছে এই সব লোকেরা এতদিন ধরে নিজেদের রাজত্ব চালিয়ে গিয়েছে। আমি মনে করি আজ বাংলার মানুষ বিচার পেল। এই সব দেশদ্রোহী লোকগুলোকে সবার সামনে কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া উচিত। এতদিন পর বীরভূমের মানুষ বিচার পেয়েছেন।"