পূর্ব ইউক্রেনে হামলা বাড়িয়েছে রাশিয়া, ডনেস্ক ঘিরে তীব্র লড়াই

author-image
Harmeet
New Update
পূর্ব ইউক্রেনে হামলা বাড়িয়েছে রাশিয়া, ডনেস্ক ঘিরে তীব্র লড়াই

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পিসকি ঘিরে তীব্র লড়াই শুরু হয়েছে। পুরো ডনবাস এলাকার নিয়ন্ত্রণ নিতে বৃহস্পতিবার হামলা জোরালো করেছে রাশিয়া। কিয়েভ অভিযোগ তুলেছে, নিজেদের গোলাবারুদ রক্ষায় রাশিয়া ইউক্রেনের একটি পারমাণবিক কেন্দ্রকে ঢাল হিসেবে ব্যবহার করছে। রাশিয়ার সমর্থিত ডনেস্ক পিপল’স রিপাবলিকের এক কর্মকর্তা জানিয়েছেন, ডনেস্কের প্রাদেশিক রাজধানী থেকে মাত্র দশ কিলোমিটার দূরের শহর পিসকি রাশিয়া এবং বিচ্ছিন্নতাবাদী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ডেনিল বেজসোনোভ নামের ওই কর্মকর্তা বলেন, ‘পিসকি উত্তপ্ত। শহরটি আমাদের কিন্তু উত্তর ও পশ্চিমে প্রতিরোধের কিছু বিচ্ছিন্ন পকেট থেকে গেছে’।


ডনেস্ক প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ শহর পিসকির পতনের কথা অস্বীকার করেছেন ইউক্রেনের কর্মকর্তারা। আর যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। লুহানস্ক ও ডনেস্ক প্রদেশ নিয়ে গঠিত ডনবাস অঞ্চল। কিয়েভ দখলে ব্যর্থ হওয়ার পর এই অঞ্চলের পুরোটা দখল নেওয়া রাশিয়ার মূল লক্ষ্য হয়ে ওঠে। লুহানস্কের প্রায় পুরোটা এখন রাশিয়ার নিয়ন্ত্রণে কিন্তু ডনেস্কের কিছু এলাকায় এখনও লড়াই চলছে।