'পশুদের থেকেও অযোগ্য খাবার', খাবার নিয়ে অভিযোগ করলেন উত্তরপ্রদেশ পুলিশের কর্মী

author-image
Harmeet
New Update
'পশুদের থেকেও অযোগ্য খাবার', খাবার নিয়ে অভিযোগ করলেন উত্তরপ্রদেশ পুলিশের কর্মী

নিজস্ব সংবাদদাতাঃ খাবার নিয়ে অভিযোগ করলেন উত্তরপ্রদেশ পুলিশের এক কর্মী। যে খাবার তাঁদের খেতে দেওয়া হয়, তা পশুদেরও অযোগ্য। এমনই বলতে বলতে কেঁদে ফেলেন উত্তরপ্রদেশ পুলিশের এক কর্মী। এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। মনোজ কুমার নামে ওই পুলিশ কর্মী রাস্তার উপর খাবারের প্লেট নিয়ে আসেন। যেখানে তাঁর প্লেটে ডাল, রুটি দেখা যায়। ওই ডাল রুটি দেখিয়ে মনোজ কুমার কাঁদতে শুরু করলে, তাঁকে থানার ভিতর নিয়ে আসার চেষ্টা করেন পদস্থ আধিকারিকরা। এরপরই ক্যামেরার সামনে ফের জোর করে হাজির হন মনোজ কুমার। তিনি বলেন, খাবার নিয়ে অভিযোগ করায়, তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হবে বলে হুমকি দেওয়া হয়।

                             

মনোজ কুমার বলেন, "পুলিশ কর্মীদের পর্যাপ্ত এবং পুষ্টিকর খাবার দেবে বলে ঘোষণা করে উত্তরপ্রদেশ সরকার। কিন্তু সেই সব প্রতিশ্রুতির তোয়াক্কা না করে, তাঁদের পশুর থেকেও অযোগ্য খাবার দেওয়া হচ্ছে।"