New Update
/anm-bengali/media/post_banners/u7I14Ok4MG7tJ21MP9HV.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কমনওয়েলথ গেমসে নজর কেড়েছেন হায়দরাবাদের বছর চব্বিশের আকুলা সৃজা। মিক্সড ডাবলসে সোনা জিতেছেন তিনি।
​
তাঁর কোচ কে জানেন? সোমনাথ ঘোষ। এক বাঙালি কোচ। ছোট থেকে সোমনাথ ঘোষের কাছে ব্যাডমিন্টন খেলা শিখেছেন আকুলা সৃজা। সেই ১১ বছর বয়স থেকে। বাংলার হয়ে সোমনাথ এক সময় নিয়মিত খেলতেন। পরে, ২০০২ থেকে তিনি হায়দরাবাদে রয়েছেন।
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us