New Update
/anm-bengali/media/post_banners/hWs5ffkV2dbwOxzjwz65.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সামনেই বিশ্ব চ্যাম্পিয়নশিপ। কঠিন ড্রয়ে পড়তে পারেন ভারতের দুই তারকা ব্যাডমিন্টন খেলোয়াড়।
​
পি ভি সিন্ধু, লক্ষ্য সেনরা থাকবেন ক্রীড়া প্রেমীদের নজরে। সদ্য কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন পি ভি সিন্ধু। চ্যাম্পিয়নশিপে তাঁর বিরুদ্ধে কোর্টে নামতে পারেন দক্ষিণ কোরিয়ার আন সে ইয়ং। এর আগে পাঁচবার মুখোমুখি হয়েছেন এই দুই তারকা। আন সে ইয়ং-কে এখনও পর্যন্ত তাঁকে হারাতে পারেননি পি ভি সিন্ধু।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us