New Update
/anm-bengali/media/post_banners/aOFueuxDqb7qls6HxhnN.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কমনওয়েলথ গেমস শেষ হয়ে গিয়েছে। এরপর নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না পাকিস্তানের দুই বক্সারকে। পাকিস্তানের জাতীয় বক্সিং সংস্থার পক্ষ থেকে এমনটা জানানো হয়েছে।
সুলেমান বালোচ এবং নাজিরউল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন সংস্থার সচিব নাসির টাং। তিনি বলেছেন, "ফেডারেশনের যে কর্তারা বার্মিংহাম গিয়েছিলেন তাঁদের কাছেই ওই দুই বক্সারের পাসপোর্ট এবং যাবতীয় নথি রয়েছে।"
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us