রাষ্ট্রপতির কাছে আদিবাসী সেঙ্গেল অভিযানের স্মারকলিপি প্রদান

author-image
Harmeet
New Update
রাষ্ট্রপতির কাছে আদিবাসী সেঙ্গেল অভিযানের স্মারকলিপি প্রদান


 


নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রামঃ
বুধবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বিডিও অফিসের সামনে মিছিল করে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে সাঁকরাইলের বিডিও রথীন বিশ্বাসের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করা হয়। পাঁচ দফা দাবি নিয়ে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে ওই স্মারকলিপি প্রদান করা হয়। তাদের দাবিগুলির মধ্যে অন্যতম হলো স্ব শাসন ব্যবস্থা লাগু করতে হবে। আদিবাসী গ্রামগুলিতে সংবিধান কানুন লাগু করতে হবে, সারনা ধর্মের কোড কে মান্যতা দিয়ে জন গণনায় শামিল করতে হবে। আদিবাসী সেঙ্গেল অভিযানের সাঁকরাইল ব্লক কমিটির পক্ষ থেকে দিলীপ হেমব্রম বলেন, 'সাঁকরাইল ব্লকের বিডিওর মাধ্যমে আমরা ঐ স্মারকলিপি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠালাম। আশা করি তিনি আমাদের দাবি গুলি সহানুভূতির সাথে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।'