নিজস্ব সংবাদদাতা: কৌন বনেগা ক্রোড়পতির সঞ্চালক নিজের জীবনের অনেক অজানা তথ্য ফাঁস করেন। প্রতিযোগীর সঙ্গে গল্প করতে করতে একটি মজার ঘটনাও স্মরণ করেন অমিতাভ। অভিনেতা-সঞ্চালক বলেন, ‘বিরাট আয়োজনের খাওয়া-দাওয়া ছিল- একটি রাজনৈতিক স্তরের, সেখানে প্রধানমন্ত্রীরা উপস্থিত ছিলেন। জাপানের প্রধানমন্ত্রী ভারত সফরে এসেছিলেন। খাবারের পর বড় পাত্রে গোলাপের পাপড়ি দেওয়া হাত ধোওয়ার বাটি এসেছে। অতিথি মনে করেন ওটা একটা কোনও খাবারের ডিস। তিনি পান করে নেন। অতিথি যেন বিব্রত বোধ না করেন, তাই আমাদের প্রধানমন্ত্রীও তা পান করে নেন।’