এবার চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে যেতে পারেন অনুব্রত!

author-image
Harmeet
New Update
এবার চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে যেতে পারেন অনুব্রত!

নিজস্ব সংবাদদাতাঃ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বার বার সিবিআই হাজিরা এড়িয়ে যাচ্ছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এসএসকেএম হাসপাতালের ভর্তি না নেওয়ার পর বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসককে বাড়িতে নিয়ে এসে স্বাস্থ্য পরীক্ষা করান। মহকুমা হাসপাতালের চিকিৎসক তাঁর ফিস্চুলার সমস্যার কথা উল্লেখ করেছেন। তিনি যাতে বিশ্রামে থাকেন, সেই পরামর্শের কথাও বলেছেন। যদিও ওই চিকিৎসকের দাবি, অনুব্রত বাবু তাঁকে অনুরোধ করেছিলেন বিশ্রামের কথা লেখার জন্য। এরপর শান্তিনিকেতন মেডিকেল কলেজের কাছে অপারেশনের আর্জি করেছিলেন দোর্দণ্ডপ্রতাপ এই তৃণমূল নেতা। এবার এই শারীরিক সমস্যা নিয়ে দক্ষিণ ভারতে চিকিৎসা করাতে যেতে চান অনুব্রত মণ্ডল। সূত্র মারফত এমনই জানা গিয়েছে।

                         

সূত্রের খবর, শারীরিক অবস্থার কথা উল্লেখ করে সিবিআইকে চিঠি দিয়ে আরও ১৪ দিনের সময় চেয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। এমনকী তিনি অসুস্থ জেনেও অনুব্রত মণ্ডলকে যেভাবে সিবিআই সমন পাঠাচ্ছে, তাতে তিনি স্তম্ভিত বলেও উল্লেখ করছেন ওই চিঠিতে। অনুব্র্রত মণ্ডলের এক ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, ফিসচুলার সমস্যা সংক্রান্ত চিকিৎসার জন্য তিনি চেন্নাইয়ে যেতে পারেন।