ওটিটি প্ল্যাটফর্মের বিষয়বস্তু নিয়ে ফের একবার প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
স্পেনে বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত মাদ্রিদ, উদ্ধারকাজে ব্যস্ত দমকল ও পৌরকর্মীরা
পাকিস্তানিদের প্রতিশোধের জন্য প্রস্তুত থাকা উচিৎ! হুঁশিয়ারি কংগ্রেস সাংসদের
ভারতের সঙ্গে যুদ্ধের ভয়ে পাকিস্তান ছেড়ে পালিয়ে গিয়েছেন পাক সেনাপ্রধান!
বিদ্যুৎ বিভ্রাট : স্পেনে রেল সংকট— ছোট রুটের ট্রেন পরিষেবা ফিরিয়ে আনতে মরিয়া সরকার
যুক্তরাষ্ট্র ছাড়ল মার্কিন শিশু! শিশু বিতাড়নে ট্রাম্প প্রশাসনের ব্যাখ্যা—পরিবার ভাঙা নয়, একসঙ্গে রাখার চেষ্টা
কটাক্ষ নাকি পরিকল্পনা? ট্রাম্পের ‘৫১তম রাজ্য’ মন্তব্যে কানাডায় চরম অস্বস্তি
জনসভাতেই চড় অতিরিক্ত পুলিশ সুপারকে! বিতর্কের মুখে মুখ্যমন্ত্রী
'পহেলগাঁও হামলার পরে যেকোনও সময় ভারত আক্রমণ চালাতে পারে', আশঙ্কা প্রকাশ পাক প্রতিরক্ষামন্ত্রীর

এবার থাইল্যান্ডে যেতে পারেন গোটাবায়া রাজাপাকসে

author-image
Harmeet
New Update
এবার থাইল্যান্ডে যেতে পারেন গোটাবায়া রাজাপাকসে

নিজস্ব সংবাদদাতাঃ শ্রীলঙ্কা ছেড়ে পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে বৃহস্পতিবার থাইল্যান্ডে পৌঁছাতে পারেন। সেখানে সাময়িক আশ্রয় চাইতে পারেন তিনি। জানা গিয়েছে, এনিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বিতীয় কোনও দেশে আশ্রয় চাইতে যাচ্ছেন তিনি। ব্যাপক বিক্ষোভের মুখে গত মাসে শ্রীলঙ্কা ছেড়ে পালিয়ে যান গোটাবায়া। গত ১৪ জুলাই মালদ্বীপ হয়ে সিঙ্গাপুরে পালিয়ে যান গোটাবায়া রাজাপাকসে। এর আগে নিজ দেশের ভয়াবহ অর্থনৈতিক সংকটের জেরে নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়েন তিনি। হাজার হাজার বিক্ষোভকারী ঢুকে পড়ে তার সরকারি বাসভবনে। পালিয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন প্রাক্তন সেনা কর্মকর্তা গোটাবায়া রাজাপাকসে। মাঝপথে পদত্যাগ করা শ্রীলঙ্কার প্রথম প্রেসিডেন্ট তিনি।


সূত্রের খবর, শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট সিঙ্গাপুর ছেড়ে বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যেতে পারেন। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি। থাই সরকারের মুখপাত্র রাচাদা থানাডিরেক এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। শ্রীলঙ্কা ছেড়ে যাওয়ার পর প্রকাশ্যে কোথাও দেখা দেননি গোটাবায়া রাজাপাকসে। এই মাসে সিঙ্গাপুর সরকার জানায় তারা শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্টকে কোনও দায়মুক্তি কিংবা বাড়তি সুবিধা দেবে না।