সাইকেলের চাকার মধ্যে লুকিয়ে রুপো পাচারের চেষ্টা!

author-image
Harmeet
New Update
সাইকেলের চাকার মধ্যে লুকিয়ে রুপো পাচারের চেষ্টা!

নিজস্ব সংবাদদাতাঃ ভারত-বাংলাদেশ সীমান্তে নিত্যদিন যেন বেড়ে চলেছে পাচারকারীদের দৌরাত্ম। কখনও সোনা, কখনও রুপো, কখনও মাদক। সীমান্ত থেকে এই খবর যেন রোজকার। তবে কড়া বিএসএফও। পাচারকারীদের দমনও করছেন তাঁরা। এদিনও সীমান্তে সাইকেলের টিউবে প্রচুর রুপোর গহনা উদ্ধার হয়েছে। উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশের হাকিমপুর সীমান্তের ঘটনা। এদিন, ভোররাতে টহল দেওয়ার সময় সীমান্তের চেকপোস্টের সামনে একটি সন্দেহজনক সাইকেল পড়ে থাকতে দেখেন ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। সেই সাইকেল চেক করতে গিয়ে চক্ষু চড়ক গাছ হয় বিএসএফ আধিকারিকদের।



সাইকেলের চাকার টিউবের মধ্যে থেকে প্রায় সাড়ে চার কেজি রুপোর গহনা উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা। যদিও এই ঘটনায় কোনও পাচারকারীকে আটক বা গ্রেফতার করা যায়নি। বিএসএফের প্রাথমিক অনুমান বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে প্রচুর রুপোর গহনা মজুত করা হয়েছিল। সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় সেই গহনাগুলোকে আর পাচার করতে পারেনি পাচারকারীরা। উদ্ধার হওয়া গয়নাগুলো তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।