নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের এক সিনিয়র কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, ক্রিমিয়া উপদ্বীপের সমুদ্রতীরবর্তী রিসোর্টগুলির কাছে বেশ কয়েকটি জোরালো বিস্ফোরণে রাশিয়ার একটি বিমান ঘাঁটি কেঁপে ওঠে। ইউক্রেনপন্থীরা এসব হামলা চালিয়েছে। হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছে। রুশ দখলে থাকা অঞ্চলটিতে এই হামলায় সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে কিয়েভ। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পডোলিয়াক ইঙ্গিত দিয়েছেন, রুশ বাহিনীর অযোগ্যতা বিস্ফোরণের সম্ভাব্য একটি কারণ হতে পারে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিমিয়া পশ্চিম উপকূলে সাকি বিমানঘাঁটিতে মজুত করে রাখা গোলাবারুদের বিস্ফোরণ ঘটেছে। তবে বিস্ফোরণে কোনও বিমান সরঞ্জাম ক্ষতিগ্রস্ত বা হামলার কথা অস্বীকার করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ক্রিমিয়ার স্বাস্থ্য দফতর জানিয়েছে, এক বেসামরিকের নিহত ও অপর আটজন আহত হয়েছে। ঘটনার চারপাশে পাঁচ কিলোমিটার এলাকায় মানুষ ও যান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।