New Update
/anm-bengali/media/post_banners/xGPOwhUkyxapm9FefCWi.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার নীতীশ কুমারকে নিশানা করলেন বিজেপি নেতা নিত্যানন্দ রাই। তিনি বলেন, '১৯৭৪ সালের আন্দোলনে (বিহার আন্দোলন) তরুণরা তাদের জীবন উৎসর্গ করেছিল - নীতিশ কুমার কংগ্রেস ও আরজেডির সাথে জোট গঠন করে তাদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। ১৫ বছর ধরে চলা সন্ত্রাস ও নৈরাজ্যের সঙ্গে আপস করার অর্থ কী?''
তিনি আরও বলেন, 'আরজেডি ও তেজস্বী যাদবের সঙ্গে যাওয়া বিহারের জনগণ ও ম্যান্ডেট, লোহিয়া-জেপি-জর্জের মতাদর্শের প্রতি বিশ্বাসঘাতকতা। কংগ্রেস-আরজেডি-র সঙ্গে যাওয়া প্রমাণ করে যে, নীতীশ কুমার ক্ষমতায় থাকার জন্য সব কিছু করতে পারেন।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us