ক্ষমতায় থাকার জন্য সব কিছু করতে পারেন নীতীশ কুমারঃ বিজেপি

author-image
Harmeet
New Update
ক্ষমতায় থাকার জন্য সব কিছু করতে পারেন নীতীশ কুমারঃ বিজেপি

নিজস্ব সংবাদদাতাঃ এবার নীতীশ কুমারকে নিশানা করলেন বিজেপি নেতা নিত্যানন্দ রাই। তিনি বলেন, '১৯৭৪ সালের আন্দোলনে (বিহার আন্দোলন) তরুণরা তাদের জীবন উৎসর্গ করেছিল - নীতিশ কুমার কংগ্রেস ও আরজেডির সাথে জোট গঠন করে তাদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। ১৫ বছর ধরে চলা সন্ত্রাস ও নৈরাজ্যের সঙ্গে আপস করার অর্থ কী?''  






তিনি আরও বলেন, 'আরজেডি ও তেজস্বী যাদবের সঙ্গে যাওয়া বিহারের জনগণ ও ম্যান্ডেট, লোহিয়া-জেপি-জর্জের মতাদর্শের প্রতি বিশ্বাসঘাতকতা। কংগ্রেস-আরজেডি-র সঙ্গে যাওয়া প্রমাণ করে যে, নীতীশ কুমার ক্ষমতায় থাকার জন্য সব কিছু করতে পারেন।'