নিজস্ব সংবাদদাতাঃ শ্রাবণ মাসে পুজো দিতে তারকেশ্বরের উদ্দেশে রওনা দিয়েছিলেন প্রায় কুড়ি জনের মতো পুণ্যার্থী। সেই সময় ঘটল অঘটন। মহেশতলার সম্প্রীতি উড়ালপুলের কাছে আসতেই পথ দুর্ঘটনায় উল্টে গেল গাড়ি। আহত প্রায় ১৪ জন। স্থানীয় সূত্রে খবর, গাড়িটিতে কুড়ি জনের মতো পুণ্যার্থী ছিলেন। তাঁরা তারকেশ্বরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। এরপর মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে মোল্লার গেটের কাছে পিছনের একটি চাকা ফেটে উল্টে যায় গাড়িটি। গাড়িতে থাকা প্রত্যেকেই কম-বেশি আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। তার মধ্যে ১৪ জনের অবস্থা গুরুতর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ। আহতদের উদ্ধার করে বজবজ ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে আট জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বেহালা বিদ্যাসাগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।