/anm-bengali/media/post_banners/4IHZ5okKnFaEpJSQ8J55.jpg)
হরি ঘোষ, রানীগঞ্জ:মাত্র ছয় বছর বয়সেই যোগাসনে হাতে খড়ির পর, এক মাস পার হতে না হতেই জীবনের প্রথম সাফল্য অর্জন করল খনি অঞ্চলের ছাত্রী অভিষিক্তা দাশ। এক মাসের মাথাতেই জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রাঁচিতে প্রথম হয় অভিষিক্তা। এরপর আর কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। জীবনের প্রতিটি মুহূর্তে যোগাসনকে সঙ্গী করে একটার পর একটা বড়সড় প্রতিযোগিতায় সফল হয়েছে অভিষিক্তা। একটানা প্রায় 32 মিনিট পদ্মা পর্বতাসন করে ইন্ডিয়ান বুক অব রেকর্ডে নিজের নাম তুলেছে বিএসসির প্রথম বর্ষের ছাত্রী অভিষিক্তা। এবার তা ইচ্ছে অলিম্পিকে যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভারতের নাম উজ্জ্বল করবে সে।
বর্তমানে টিডিবি কলেজ-এর প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের অনার্স নিয়ে পড়া ওই ছাত্রী ইতিমধ্যেই 2013 সালে রাজধানী দিল্লির বুকে জাতীয় স্তরের যোগাসন প্রতিযোগিতায় স্বর্ণ পদক লাভ করে। পরে 2014 সালে গুজরাটে জাতীয় স্তরের রৌপ্য পদক লাভ করে সে। ফের 2015 সালে মহারাষ্ট্রে জাতীয় স্তরে স্বর্ণ পদক ও 2017 সালে আন্তর্জাতিক পর্যায়ের যোগাসন প্রতিযোগিতায় কলকাতার বুকে চ্যাম্পিয়ান ওফ চ্যাম্পিয়ন হিসেবে খ্যাতি লাভ করে রানীগঞ্জের হীরের টুকরো মেয়ে অভিষিক্তা। 2019 সালের ডিসেম্বর মাসে কলকাতার রাজনগরে অনুষ্ঠিত জাতীয় স্তরের প্রতিযোগিতায় ফের সেরার সেরা হয়ে মেগা চ্যাম্পিয়ন হয় অভিষিক্তা। 2021 সালের বাড়ির সদস্যদের কাউকে কিছু না জানিয়ে লকডাউনের পিরিয়ডে ইন্ডিয়া বুক অব রেকর্ড-এর জন্য জুলাই মাসে আবেদন করে, 12ই জুলাই তারিখে যোগাসন প্রদর্শন করার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়। সে মতোই 12ই জুলাই সে যোগাসন প্রদর্শন করে, দীর্ঘ প্রায় 30 মিনিট 37 সেকেন্ড পদ্মা পর্বতাসন করে রেকর্ড গড়ে গড়ে তোলে সে। এখন তার একমাত্র লক্ষ্য আগামীতে অলিম্পিকে অংশ নিয়ে ভারতকে সোনা জেতাবে সে।
মেয়ের এই সাফল্যে স্বভাবতই খুশি মা। প্রচন্ড প্রতিকুলতা কাটিয়ে উঠে মেয়ের সমস্ত ইচ্ছে পূরণে সহযোগিতা করে চলেছে অভিষিক্তার মা। মেয়ে যাতে আরও এগিয়ে যেতে পারে সেই চেষ্টায় লেগে রয়েছেন মাও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us