আজও সিবিআই হাজিরা এড়াতে পারেন অনুব্রত

author-image
Harmeet
New Update
আজও সিবিআই হাজিরা এড়াতে পারেন অনুব্রত

নিজস্ব সংবাদদাতাঃ সদ্য কলকাতায় গিয়েও সিবিআইয়ের ডাকে সারা না দিয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করিয়ে বীরভূম ফিরে যান অনুব্রত মন্ডল। তারপরেই তাকে বেড রেস্টে থাকার পরামর্শ দেন বোলপুরের সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। তবে বর্তমানে তিনি জানিয়েছেন, তিনি তার সুপারের নির্দেশেই অনুব্রত মন্ডলের বাড়িতে গিয়েছিলেন। সুপারের নির্দেশই সাদা কাগজে অনুব্রতর বেড রেস্টের কথা লিখে দিয়েছেন তিনি। সূত্র বলছে আজও সম্ভবত হাজিরা এড়াবেন কেষ্ট। প্রসঙ্গত, সোমবার এসএসকেএম হাসপাতাল থেকে ক্লিনচিট পাওয়ার পরই মঙ্গলবার সকালেই চিঠি ও ইমেল করে সিবিআই তলব করেছে অনুব্রতকে। বুধবার সকাল ১১টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা রয়েছে তাঁর। সোমবার হাজিরা এড়িয়ে এসএসকেএম থেকে সোজা বোলপুর চলে গিয়েছিলেন কেষ্ট। কিন্তু এদিন কী করবেন, নজর সেদিকেই।


অনুব্রতর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, আজ নিজাম প্যালেসে যাচ্ছেন না বীরভূমের দাপুটে নেতা। হাতিয়ার সেই শারীরিক অসুস্থতা। শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে এবারও হাজিরা এড়াতে পারেন অনুব্রত। সূত্রের খবর, তাঁর আইনজীবীরা ফের সময় চেয়ে ইমেল করতে পারেন সিবিআই-কে।