জয় নিশ্চিত করতে বার্তা লিজ ট্রাসের

author-image
Harmeet
New Update
জয় নিশ্চিত করতে বার্তা লিজ ট্রাসের


নিজস্ব সংবাদদাতা: যুক্তরাজ্যে চলছে প্রধানমন্ত্রী হওয়ার লড়াই। লড়াইয়ে টিকে রয়েছেন লিজ ট্রাস ও ঋষি সুনাক। প্রথম থেকে ঋষি লড়াইয়ে এগিয়ে থাকলেও লিজ ট্রসের লড়াই জয়ের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। তবে এখনও কিছুই বলা যাচ্ছে না। 

Tory Leadership Latest: Liz Truss Insists Her Tax-Cut Plan Is 'Not a  Gamble' - Bloomberg

এই পরিস্থিতিতে নিজের জয় নিশ্চিত করতে নিজের সম্বন্ধে দেশবাসীকে জানালেন লিজ ট্রাস। তিনি বলেন, "আমি এমন একজন যে কঠোর পরিশ্রম করে, আমি দৃঢ়প্রতিজ্ঞ, আমি সিদ্ধান্তমূলক এবং আমি সঠিক সিদ্ধান্ত সরবরাহ করি"।

Rishi Sunak, Liz Truss Clash Over Cost-Of-Living Crisis Ahead Of UK PM Poll