New Update
/anm-bengali/media/post_banners/Dc1vvspUuKKj0njkofGK.jpg)
নিজস্ব প্রতিনিধি-পাকিস্তান রেলওয়ে (PR) অর্থনৈতিক সংকট সম্মুখীন হওয়া সত্ত্বেও ১৪৯ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ২৩০টি বগি পরিদর্শন করতে পাকিস্তানের অসংখ্য কর্মচারী ৯ই আগস্ট থেকে বিভিন্ন দলে চীন সফরে যাচ্ছেন৷
সুত্রের খবর প্রতিদিন ১০০ মার্কিন ডলারের ভ্রমণ ভাতা দিয়ে, চীনে সফরকারি কর্মকর্তারা যাত্রীবাহী বগিগুলির জন্য পরামর্শ প্রদান করবেন।চীনা বগিগুলির রক্ষণাবেক্ষণের জন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে, সেই সঙ্গে চীন থেকে প্রযুক্তিও পাকিস্তানে স্থানান্তর করা হবে বলে জানা গেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us